বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৬৪ সালে কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক হয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি CPI(M) দলে যোগ দেন | দলের যুব শাখা গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর তিনি সম্পাদক হন | খাদ্য আন্দোলন, ভিয়েতনামে আমেরিকার কার্যকলাপের সক্রিয় বিরোধিতার মত নানান দেশ ও বিদেশের স্মরণীয় ঘটনায় তিনি যথাযত ভূমিকা পালন করেন | ১৯৭৭ সালে প্রথম বার পশ্চিম বঙ্গের বিধান সভায় কাশিপুর থেকে নির্বাচিত হন | ১৯৮২ র নির্বাচনে কৃতকার্য না হলেও, ১৯৮৭ তে তিনি যাদবপুর থেকে নির্বাচিত হয়ে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দফতরের ভার পান | ১৯৯১ এর নির্বাচনের পরের সময়ে মূখ্যমন্ত্রির সাথে তাঁর মতানৈক্য দেখা দেবার ফলে ভ্রষ্টাচারের বিরূদ্ধে প্রতিবাদ করে তিনি মন্ত্রি সভা থেকে বেরিয়ে আসেন এবং 'দুঃসময়' নামে একটি নাটক রচনা করেন | ১৯৯৬ এর নির্বাচনের পর দলে তাঁর অবস্থানের উন্নতি হয় এবং রাজ্য পুলিশ দফতরটিও তাঁর অধীনে আসে | সর্বজন শ্রদ্ধেয় ভূমি ও রাজস্য মন্ত্রি বিনয় চৌধুরির নির্বাচনে অংশ গ্রহণ না করা ও কিছু দিনের মধ্যেই তাঁর জীবনাবসানের পর, বুদ্ধদেব বাবু মন্ত্রিসভার দুই নম্বর স্থানে উঠে আসেন | ২০০০ সালে নানা কারণে জ্যোতি বসুর অবসর গ্রহণের পর তিনি মুখ্যমন্ত্রি হন | তাঁরই ব্যক্তিগত নিদাগ ভাবমূর্তির প্রভাবে ২০০১ এবং ২০০৬ সালের নির্বাচনে, তাঁরই নেতৃত্বে তাঁর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে | তিনি তাঁর দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কেন্দ্র - পলিটবুরোর সদস্য | কবি বুদ্ধদেব ভট্টাচার্যের কর্ম জীবন শুরু হয় কলকাতার 'দম দম আদর্শ বিদ্যামন্দিরে' শিক্ষকতা দিয়ে | কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কাকা ছিলেন | তাঁর কবিতার বই 'চেনা ফুলের গন্ধ‘ অনুবাদ সাহিত্যে নিজের যায়গা করে নিয়েছে | এখানে আমরা সেই বইটি থেকেই কয়েকটি কবিতা তুলে দিচ্ছি | ক্রিকেট, ফুটবল, কবিতা, রবীন্দ্র সংগীতের প্রতি তাঁর অনুরাগ সর্বজন বিদিত | পশ্চিম বঙ্গ সরকারের সাইটে মুখ্যমন্ত্রি বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে আরও জানতে এখানে ক্লিক করুন | মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ওয়েবসাইটে যেতে হলে এখানে ক্লিক করুন
Ganashakti Patrika (Bengali: গণশক্তি পত্রিকা)
-
*Ganashakti Patrika (Bengali: গণশক্তি পত্রিকা) is the official mouthpiece
of the Communist Party of India (Marxist) West Bengal State Committee,
whi...
14 years ago
No comments:
Post a Comment