Saturday, February 6, 2010

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৫)

বের্টোল্ট ব্রেখ্ট - লেখাপড়ার জয়গান

সবচেয়ে সহজ জিনিসটা জানো
তোমার সময় তো এসেই গেছে
দেরী হয়ে যায় না কখনো
জানো অ আ ক খ, তাই শুধু যথেষ্ট নয়
শুরু কর, সব কিছু জানতেই হবে
নেতৃত্ব নিতে হবে তোমাকেই |

শেখো, যে মানুষ আশ্রমে আছ
শেখো, যে মানুষ জেলখানায় আছ
শেখো ঘরের বৌ, রান্নাঘরে আছ
শেখো বয়স যার ষাট
বিদ্যালয়ে খোঁজো, যারা ঘর ছাড়া
তীক্ষ্ণ কর উপহাস, যারা ভয়ে ভীত
ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই এটাই হাতিয়ার তোমার
নেতৃত্ব নিতে হবে তোমাকেই |

প্রশ্ন করতে ভয় পেয়ো না, ভাই
অন্যের কথা নিয়ো না মেনে
নিজেকেই দেখতে হবে সব
নিজে যা জানো না
তা তুমি জানই না
যোগ করো হিসাব নিকাশ
তোমাকেই দিতে হবে দাম
আঙুল বসাও সব কিছুতেই --

প্রশ্ন করো, কি করেই বা এল এটা ?
নেতৃত্ব নিতে হবে তোমাকেই |

No comments:

Post a Comment