Saturday, February 6, 2010

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (১)

বরিস লিওনিডোভিচ পাস্তেরনাক - শীতের রাত্রি

তুষারে ঢাকা পড়ে চারিপাশ
দূর দিগন্ত ছাড়িয়ে
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

পতঙ্গেরা যেমন গ্রীষ্মে
ঝাঁপিয়ে পড়ে মরে আগুনে
তুষারকণারাও তেমনই
ঝাঁপিয়ে পড়ে এসে জানালায় |

উড়ে আসে তুষার বাতাসে
কাঁচের জানায় ঝপটা
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

ছায়া মূর্তিরা কাঁপছে
আলোকময় ওপর দেওয়ালে
নিথর নিশ্চুপ হাত-পা
অজানা নিয়তির ধন্ধে

দু'পাটি জুতো খুলে পড়েছে
মেঝেতে আওয়াজ ওঠে তারই
রাতের আলো যেন কাঁপছে
মোম ঝরে কার পোশাকে ?

সকলই যেন শেষ গয়ে যায়
শুধুই তুষারের দাপটে
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

দমকা হাওয়া এল কোণ থেকে
তপ্ত প্রলোভনে বাতিটি
যেন দু ডানা মেলে দেবদূত
ক্রুশ চিহ্ন আঁকা অবিকল

ফেব্রুয়ারি মাস যেন তুষারের
যখন তখন শুধু ঝরে যায়
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

No comments:

Post a Comment