Saturday, February 6, 2010

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৩)

মাও জে দঙ - তাপোতি

লাল, কমলা, হলুদ
সবুজ, নীল, আসমানি বেগুনি
আকাশ জুড়ে কার নাচ
রঙিন ওড়না মেলে ?

বৃষিটির পর
আবার আকাশে সূর্য-অস্তগামী
গিরিপথ আর পাহাড় মেলার রেখা
নীলাভ |

এখানেই একদিন
হয়েছে যুদ্ধ ভয়াল
গ্রামের দেওয়ালে দেওয়ালে
বুলেটের দাগ |

যেন এক অলঙ্করণ,

পাহাড়ের সারি আজ
মনে হয় সুন্দর আরো |

No comments:

Post a Comment