Saturday, February 6, 2010

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৭)

গুন্টার গ্রাস - ক্ষমতাহীন

আমরা পড়ছি নাপাম, কল্পনা করছি নাপাম
যেহেতু কল্পনা করা যায় না নাপাম
আবার পড়ছি নাপাম, যতক্ষণ না --
আরো বেশি কল্পনায় আসে
এখন প্রতিবাদ করছি নাপাম |

প্রাতবাশের পর, সব চুপচাপ
ফটোতে দেখছি নাপাম কি করতে পারে,
পরস্পরকে দেখাচ্ছি দাগ ভরা ছবি --
আর বলছি তুমিই নাপাম
ওরা নাপাম দিয়ে এই করছে |

শিগগিরি পাওয়া যাবে সস্তা ছবির বই
আরো ভালো ভালো ছবি
আরো পরিস্কার দেখা যাবে
কি করছে নাপাম |

কামড়াচ্ছি নখ, লিখছি প্রতিবাদ
কাগজে পড়ছি নাপামের চেয়েও আছে অস্ত্র ভয়ংকর
আমরা প্রতিবাদ করছি তখনই

আমাদের সোচ্চার প্রতিবাদ
মাথা তুলবেই, গর্জে উঠবেই
ক্লীবত্ব রাবারের মুখোশে নিঃশেষ
ক্লীবত্ব ব্যর্থ গানে ভরা
ক্ষমতাহীন হাতে গীটার
বাইরে চমত্কার সুরে ক্ষমতা খুঁজছে পথ |

No comments:

Post a Comment