Saturday, February 6, 2010

বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনী

বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৬৪ সালে কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক হয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি CPI(M) দলে যোগ দেন | দলের যুব শাখা গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর তিনি সম্পাদক হন | খাদ্য আন্দোলন, ভিয়েতনামে আমেরিকার কার্যকলাপের সক্রিয় বিরোধিতার মত নানান দেশ ও বিদেশের স্মরণীয় ঘটনায় তিনি যথাযত ভূমিকা পালন করেন | ১৯৭৭ সালে প্রথম বার পশ্চিম বঙ্গের বিধান সভায় কাশিপুর থেকে নির্বাচিত হন | ১৯৮২ র নির্বাচনে কৃতকার্য না হলেও, ১৯৮৭ তে তিনি যাদবপুর থেকে নির্বাচিত হয়ে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দফতরের ভার পান | ১৯৯১ এর নির্বাচনের পরের সময়ে মূখ্যমন্ত্রির সাথে তাঁর মতানৈক্য দেখা দেবার ফলে ভ্রষ্টাচারের বিরূদ্ধে প্রতিবাদ করে তিনি মন্ত্রি সভা থেকে বেরিয়ে আসেন এবং 'দুঃসময়' নামে একটি নাটক রচনা করেন | ১৯৯৬ এর নির্বাচনের পর দলে তাঁর অবস্থানের উন্নতি হয় এবং রাজ্য পুলিশ দফতরটিও তাঁর অধীনে আসে | সর্বজন শ্রদ্ধেয় ভূমি ও রাজস্য মন্ত্রি বিনয় চৌধুরির নির্বাচনে অংশ গ্রহণ না করা ও কিছু দিনের মধ্যেই তাঁর জীবনাবসানের পর, বুদ্ধদেব বাবু মন্ত্রিসভার দুই নম্বর স্থানে উঠে আসেন | ২০০০ সালে নানা কারণে জ্যোতি বসুর অবসর গ্রহণের পর তিনি মুখ্যমন্ত্রি হন | তাঁরই ব্যক্তিগত নিদাগ ভাবমূর্তির প্রভাবে ২০০১ এবং ২০০৬ সালের নির্বাচনে, তাঁরই নেতৃত্বে তাঁর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে | তিনি তাঁর দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কেন্দ্র - পলিটবুরোর সদস্য | কবি বুদ্ধদেব ভট্টাচার্যের কর্ম জীবন শুরু হয় কলকাতার 'দম দম আদর্শ বিদ্যামন্দিরে' শিক্ষকতা দিয়ে | কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কাকা ছিলেন | তাঁর কবিতার বই 'চেনা ফুলের গন্ধ‘ অনুবাদ সাহিত্যে নিজের যায়গা করে নিয়েছে | এখানে আমরা সেই বইটি থেকেই কয়েকটি কবিতা তুলে দিচ্ছি | ক্রিকেট, ফুটবল, কবিতা, রবীন্দ্র সংগীতের প্রতি তাঁর অনুরাগ সর্বজন বিদিত | পশ্চিম বঙ্গ সরকারের সাইটে মুখ্যমন্ত্রি বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে আরও জানতে এখানে ক্লিক করুন | মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ওয়েবসাইটে যেতে হলে এখানে ক্লিক করুন

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (১)

বরিস লিওনিডোভিচ পাস্তেরনাক - শীতের রাত্রি

তুষারে ঢাকা পড়ে চারিপাশ
দূর দিগন্ত ছাড়িয়ে
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

পতঙ্গেরা যেমন গ্রীষ্মে
ঝাঁপিয়ে পড়ে মরে আগুনে
তুষারকণারাও তেমনই
ঝাঁপিয়ে পড়ে এসে জানালায় |

উড়ে আসে তুষার বাতাসে
কাঁচের জানায় ঝপটা
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

ছায়া মূর্তিরা কাঁপছে
আলোকময় ওপর দেওয়ালে
নিথর নিশ্চুপ হাত-পা
অজানা নিয়তির ধন্ধে

দু'পাটি জুতো খুলে পড়েছে
মেঝেতে আওয়াজ ওঠে তারই
রাতের আলো যেন কাঁপছে
মোম ঝরে কার পোশাকে ?

সকলই যেন শেষ গয়ে যায়
শুধুই তুষারের দাপটে
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

দমকা হাওয়া এল কোণ থেকে
তপ্ত প্রলোভনে বাতিটি
যেন দু ডানা মেলে দেবদূত
ক্রুশ চিহ্ন আঁকা অবিকল

ফেব্রুয়ারি মাস যেন তুষারের
যখন তখন শুধু ঝরে যায়
টেবিলে জ্বলে যায় মোমবাতি
শুধুই জ্বলে যায়, জ্বলে যায় |

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (২)

হো চি মিন - এক হাজার কবির কবিতা পড়ে

প্রাচীনেরা ভালবাসতেন প্রাকৃতিক সৌন্দর্যের গান
বরফ ও ফুল, চাঁদ ও হাওয়া, কুয়াশা, পাহাড় আর নদী
এখন কবিতায় লোহা আর ইস্পাত ও আসুক

কবিদেরও শিখতে হবে আক্রমণের নেতৃত্ব দিতে |

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৩)

মাও জে দঙ - তাপোতি

লাল, কমলা, হলুদ
সবুজ, নীল, আসমানি বেগুনি
আকাশ জুড়ে কার নাচ
রঙিন ওড়না মেলে ?

বৃষিটির পর
আবার আকাশে সূর্য-অস্তগামী
গিরিপথ আর পাহাড় মেলার রেখা
নীলাভ |

এখানেই একদিন
হয়েছে যুদ্ধ ভয়াল
গ্রামের দেওয়ালে দেওয়ালে
বুলেটের দাগ |

যেন এক অলঙ্করণ,

পাহাড়ের সারি আজ
মনে হয় সুন্দর আরো |

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৪)

ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মায়াকোভস্কি - আমার শ্রেষ্ঠ কবিতা

প্রশ্নের পর প্রশ্ন
শ্রোতাদের তীক্ষ্ণ আবেদন
নোটের পর নোটে হতভম্ব আমি
কিন্তু আমি দেখাব তাদের
"কমরেড মায়াকোভস্কি
দয়া করে পড়ুন
আপনার শ্রেষ্ঠ কবিতা|"
কোন কবিতাকে এই সম্মানে বসাব
এখন
চিন্তা করি মুঠো ডেস্কের উপর
হতে পারে পড়ব এই কবিতাটি
অথবা আর একটি
কোনটি শ্রেষ্ঠ
নেড়েচেড়ে দেখি
কবিতার সমস্ত সংগ্রহ
প্রেক্ষাগৃহ নিঃস্তব্ ধ আগ্রহে
'উত্তরের শ্রমিক' পত্রিকার সচিব
শান্ত হয়ে কানে কানে বললেন...
আমি চিত্কার করে উঠি
কবিতার সুর ছেড়ে
জেরিকোর থেকেও জোরে
সর্বোচ্চ স্বরে
কমরেডস্ ক্যানটনের শ্রমিক ও সেনারা
সাংহাই করে দখল
যেন টিন ভাঙছে হাতের পাতায়
বেড়েই চলেছে বেগ সংবর্ধনার
ইয়োরোস্লাভ উল্লসিত
শান্তি ঝেড়ে ফেলে
দশ মিনিট পনেরো মিনিট
থামছেই না তারা
হাজার হাজার মাইল
ছড়িয়ে গিয়েছে ঝড়
চেম্বারলেনের নোটের উত্তর
সোজা চীনে
ইস্পাতে হাঙ্গরের মাথা
সেই রণতরী
সাংহাই থেকে বিতাড়িত
আমি তুলনা করি না
কবিতার জাল
এমনকি উচ্চ গ্রামে কবিতার গুণ
আর এই ঘটনা সংবাদের পাতায়
যদি জেতে
ইয়োরোস্লাভ উল্লাসে জানায়
আর কোন যোগসূত্র আছে
এই সংহতি
শ্রমিকদের এক সূত্রে বাঁধা
চমত্কার
মিলচালক ইয়োরোস্লাভ
তোমার অচেনা

তবু ঘনিষ্ঠ ভাই
চীনের মজুর

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৫)

বের্টোল্ট ব্রেখ্ট - লেখাপড়ার জয়গান

সবচেয়ে সহজ জিনিসটা জানো
তোমার সময় তো এসেই গেছে
দেরী হয়ে যায় না কখনো
জানো অ আ ক খ, তাই শুধু যথেষ্ট নয়
শুরু কর, সব কিছু জানতেই হবে
নেতৃত্ব নিতে হবে তোমাকেই |

শেখো, যে মানুষ আশ্রমে আছ
শেখো, যে মানুষ জেলখানায় আছ
শেখো ঘরের বৌ, রান্নাঘরে আছ
শেখো বয়স যার ষাট
বিদ্যালয়ে খোঁজো, যারা ঘর ছাড়া
তীক্ষ্ণ কর উপহাস, যারা ভয়ে ভীত
ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই এটাই হাতিয়ার তোমার
নেতৃত্ব নিতে হবে তোমাকেই |

প্রশ্ন করতে ভয় পেয়ো না, ভাই
অন্যের কথা নিয়ো না মেনে
নিজেকেই দেখতে হবে সব
নিজে যা জানো না
তা তুমি জানই না
যোগ করো হিসাব নিকাশ
তোমাকেই দিতে হবে দাম
আঙুল বসাও সব কিছুতেই --

প্রশ্ন করো, কি করেই বা এল এটা ?
নেতৃত্ব নিতে হবে তোমাকেই |

বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা (৬)

পাবলো নেরুদা - আলোর জন্তুরা

আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে
সে শুনতে পাচ্ছে শত্রুর আওয়াজ, পালাচ্ছে ছুটে
অন্যদের থেকে নয়, নিজেরই কাছ থেকে
পালাচ্ছে সেইসব সংঘবদ্ধতা জড়িয়ে ছিল আমাদের
জীবনের মানে থেকে
কারণ শ্ধু একবার, শুধুই একবার
একটাই অক্ষর বা নিঃস্তব্ ধ খানিকটা বিরতি |
অতৃপ্ত ঢেউয়ের শব্ দ
ঠেলে দেয় সত্যের মুখোমুখি আমায়
ব্যাখ্যার কিছু নেই
বলারও কিছু নেই, এই সব
অরণ্যের দরজাগুলি বন্ধ সব
সূর্য পরিক্রমা করে, জাগাতে গাছের পাতা
চাঁদ উঠছে সাদা ফলের মতন
মানুষ নিচু করছে মাথা
ভবিতব্যের কাছে |